ইউল্যাবে অ্যান্ড্রয়েড স্টাডি জ্যাম কর্মশালার সনদ প্রদান

ULAB Android stady jaam

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) অনুষ্ঠিত অ্যান্ড্রয়েড স্টাডি জ্যাম কর্মশালার সদন বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

গুগল ডেভেলপার গ্রুপ-ঢাকা (জিডিজি-ঢাকা) এবং ইউল্যাব কম্পিউটার প্রোগামিং ক্লাব (সিপিসি) কর্মশালাটির আয়োজন করেছিল।

কর্মশালায় অংশ নেয় ৪০ জন শিক্ষার্থী। যাদের প্রায় দুইশো শিক্ষার্থীর মধ্য থেকে বাছাই করে নেওয়া হয়। সপ্তাহে দুই দিন করে আট সপ্তাহের এই কর্মশালায় তাদের অ্যান্ড্রয়েডের বিভিন্ন দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়।

Techshohor Youtube

ULAB Android stady jaam
প্রশিক্ষণ শেষে সবাইকে একটি করে অ্যাপ ডেভেলপমেন্ট করতে দেওয়া হয়। সেই ৪০টি অ্যাপ থেকে বাছাই করা ১৫টি সেরা অ্যাপ ডেভেলপারদের জিডিজি-ঢাকার পক্ষ থেকে সনদ দেওয়া হয়।

তাদের হাতে সনদ তুলে দেন ইউল্যাব কম্পিউটার প্রোগ্রামিং ক্লাবের উপদেষ্টা সৌগত বোস, ড. সিফাত মোমেন এবং ড. ইফতিখার মুবিন।
ইমরান হোসেন মিলন

*

*

আরও পড়ুন