শাওমি ফোনে গুগল সার্চবার ব্যবহারের কৌশল

তুসিন আহমেদ, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ইন্টারনেটের এই যুগে কোনো তথ্য খোঁজার জন্য প্রধান ভরসা হলো গুগল সার্চ। স্মার্টফোন ব্যবহারকারীরা যেন সহজেই গুগল সার্চ ব্যবহার করতে পারেন সেজন্য গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে রয়েছে বিশেষ সার্চ অ্যাপ।

অ্যাপটির বিশেষ সুবিধার মধ্যে উল্লেখ্যযোগ্য হলো গুগল সার্চবার। এই ফিচারটি ব্যবহার করে স্মার্টফোনের হোম স্ক্রিন থেকেই সার্চ করা যাবে যেকোনো তথ্য।

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা স্বয়ংক্রিয়ভাবেই এ সুবিধা পেয়ে থাকেন। তবে অ্যান্ড্রয়েড অপারেটিং চালিত হলেও শাওমি স্মার্টফোন ব্যবহারকারীদের ফিচারটি ব্যবহার করতে কিছু কৌশল জানতে হবে। কীভাবে শাওমি স্মার্টফোন ব্যবহারকারীরা গুলল সার্চবার ব্যবহার করবেন তা তুলে ধরা হলো এ টিউটোরিয়ালে।

Techshohor Youtube

প্রথমে এ ঠিকানা থেকে গুগল অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে।

তারপর হোম স্ক্রিনের দুই আঙুলে ট্যাপ করতে হবে।

1xaimi-techshohor0

এরপর চালু হবে ‘Widgets’ অপশন।

সেখান থেকে ‘Google App(2) ট্যাপ করতে হবে।

এরপর ড্রগ করে ‘google app’ হোম স্ক্রিন এনে রাখতে হবে।

তাহলেও শাওমি স্মার্টফোন থেকেই ফিচারটি ব্যবহার করা যাবে।

আরও পড়ুন: 

১ টি মতামত

*

*

আরও পড়ুন