মাইক্রোসফট বুটক্যাম্প

SONY DSC

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : মাইক্রোসফট পার্টনারদের নিয়ে বুট ক্যাম্প করেছে কম্পিউটার সোর্স। ৯ মার্চ গাজীপুরের একটি রিসোর্টে মাইক্রোসফট অফিস ৩৬৫ এর বিভিন্ন ফিচার তুলে ধরা হয়।

বুটক্যাম্পে প্রতিষ্ঠানের কর্মীদের একটি নেটওয়ার্কে যুক্ত থাকতে সহায়ক প্রাইভেট স্যোশাল নেটওয়ার্ক ইয়াম্ম ও সম্মিলিতভাবে কাজ করতে সহায়ক ফাইল শেয়ারিং সুবিধার ডেলভি ফিচারের ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময়  সফটওয়্যার ব্যবহার বিষয়ক ঝুঁকি নিয়েও আলোচনা করা হয়।

SONY DSC
SONY DSC

আলোচনায় অংশ নেন মাইক্রোসফট বাংলাদেশের ক্লাউড উন্নয়ন বিশেষজ্ঞ আবু সালেহ মুহাম্মাদ রাশেদুজ্জামান, পার্টনার টেকনোলোজি বিশেষজ্ঞ ফেরদৌস, ব্যবস্থাপক (এসএমবি) মাসরুর হোসাইন, কম্পিউটার সোর্সের পণ্য ব্যবস্থাপক (মাইক্রোসফট) আবু তারেক আল কাইয়্যুম প্রমুখ।

Techshohor Youtube

শামীম রাহমান

*

*

আরও পড়ুন