কম্পিউটার সোর্স ও জিপির মধ্যে চুক্তি

GP_computer_source

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : কম্পিউটার সোর্স লিমিটেড জিপিহাউজে গ্রামীণফোন লিমিটেডের সঙ্গে একটি চুক্তি করেছে। অত্যাধুনিক যোগাযোগ সুবিধা গ্রহণের জন্য কম্পিউটার সোর্স এই বিজনেস সলিউশন চুক্তি করেছে।

কম্পিউটার সোর্স লিমিটেডের পরিচালক ফিন্যান্স অ্যান্ড এডমিন শামসুল হুদা এবং গ্রামীণফোনের হেড অফ ডিরেক্ট সেলস সাজ্জাদ আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন।

GP_computer_source
এসময় আরও উপস্থিত ছিলেন গ্রামীণফোনের ডিজিএম ও হেড অফ কি কর্পোরেট অ্যাকাউন্টস মাসুদ পারভেজ, ডিজিএম ও হেড অফ হাই ভ্যালু স্ট্র্যাটেজিক অকাউন্টস, কি অ্যাকাউন্ট ম্যানেজার জাকারিয়া মাহমুদ, কম্পিউটার সোর্স লিমিটেডের বিজনেস ম্যানেজার অ্যাডমিনিস্ট্রেশন পারভেজ হায়দার এবং বিজনেস ম্যানেজার, হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট ওমর ফারুক ফাহিম প্রমুখ।

Techshohor Youtube

ইমরান হোসেন মিলন

*

*

আরও পড়ুন