![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে প্রযুক্তিতে নারী উৎসব। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেশব্যাপী চলতে থাকা গুগল উইমেন টেকমেকারস কমিউনিটি এটি আয়োজন করে।
২০১৬ সালে বিশ্বব্যাপী গুগল উইমেন টেকমেকারস ‘আওয়ার টাইম টু লিড’ থিম নিয়ে প্রযুক্তিতে নারীদের উৎসাহমূলক কার্যক্রম পরিচলানা করছে।
ইতোমধ্যে দেশের ১৪টি বিশ্ববিদ্যালয়ে একই সাথে ১৪টি ইভেন্ট আয়োজন করার কাজ করে যাচ্ছে টেকমেকারস।
শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ইভেন্টে অংশ নেয় ১০০ জন শিক্ষার্থী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন গুগল ডেভলপার গ্রুপের উপদেষ্টা আরিফ নিজামী, উইমেন টেকমেকারস বাংলাদেশ লিড রাখশান্দা রুখাম এবং আই ট্রিপলই ডাব্লিউ আই ই রাজশাহী এর চেয়ার তাসনিম।
এই ইভেন্টস গুলো মার্চ ৮ থেকে এপ্রিল ৮ পর্যন্ত চলবে। নিবন্ধনের মাধ্যমে অংশ নেওয়া যাবে এই আয়োজনে।
মাসব্যাপি এই কার্যক্রমে সাথে আছে মার্কেটপ্লেস আজকের ডিল এবং শিউর সেল। আর সহযোগী হিসেবে গুগল ডেভলপার গ্রুপ এবং বেগম ডট কো।
ইমরান হোসেন মিলন
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি