আইসিটি এক্সপোতে কম্পিউটার সোর্সের ‘সেবা কার্ড’

BD ICT Expo Offer from CSL

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : আইসিটি এক্সপো ২০১৬ তে সকল পণ্যে পাঁচ বছরের বিক্রয়োত্তর সেবা দেবে কম্পিউটার সোর্স। কম্পিউটার সোর্স পরিবেশিত পণ্যের সঙ্গে দেয়া হবে একটি সেবা কার্ড। এই কার্ডের মাধ্যমে পাঁচ বছর বিক্রয়োত্তর সেবা পাবেন ক্রেতারা।

এছাড়াও কম্পিউটার সোর্সের সিএসএম পারসোনাল কম্পিউটারে ছাতা, স্ক্র্যাচ কার্ডে পুরস্কার ও তিন বছরের বিক্রয়োত্তর সেবা দেয়া হবে। ডি-লিংকের রাউটারে ১৫ শতাংশ পর্যন্ত ছাড় দেয়া হবে। ইন্টারনেট সিকিউরিটি ট্রেন্ড মাইক্রোর সঙ্গে উপহার হিসেবে দেয়া হবে পোলো টি-শার্ট।

BD ICT Expo Offer from CSL

Techshohor Youtube

এছাড়া ডেল ল্যাটিচিউড ল্যাপটপের সঙ্গে এক হাজার ও ইপসন ব্র্যান্ডের সব ধরনের প্রিন্টার, স্ক্যানার ও প্রজেক্টরের সঙ্গে ৭৫০ টাকার গিফট ভাউচার দেয়া হবে।

শামীম রাহমান

*

*

আরও পড়ুন