![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : চার বছর পর আবার এল লিপ ইয়ার। বাংলায় যেটাকে বলে অধিবর্ষ; মানে এই বছর ৩৬৫ দিনে না, হবে ৩৬৬ দিনে। অতিরিক্ত একটা দিন যোগ হলো ফেব্রুয়ারি মাসে। বিশেষ দিনে গুগল ডুডল বিশেষ ডুডল প্রকাশ করে। সেই ধারাবাহিকতায় আজও বিশেষ ডুডল প্রকাশ করলো গুগল।
অ্যানিমেটেড ডুডলটিতে দেখা যাবে দুটি খরগোশ গাছের ফাঁকে আরাম করে ঘুমাচ্ছে। একটির গায়ে লেখা ২৮ অন্যাটির গায়ে লেখা ১। এতে বোঝানো হয়েছে ফেব্রুয়ারি মাসে ২৮ তারিখ এবং অন্যটি মার্চের এক তারিখ। দুটি খরগোশের মাঝে হঠাৎ করে আর একটি খরগোশ ঝাঁপিয়ে পড়ে। তাতে লেখা ২৯ তারিখ। মানে ২৮ ফেব্রুয়ারি আর ১ মার্চের মাঝে আজ চলে এসেছে ২৯ ফেব্রুয়ারি।
গুগলের ডুডলটিতে ক্লিক করলে ভেসে উঠছে লিপ ইয়ার নিয়ে সার্চের তথ্য ও বিভিন্ন খবরা-খবর।
বিভিন্ন দেশের জাতীয় দিবস, বিশ্বজুড়ে পালিত জাতিসংঘ দিবস ও বিখ্যাত ব্যক্তিদের শ্রদ্ধা জানাতে বিশেষ দিনগুলোতে গুগল ডুডলে পরিবর্তন আনে সার্চ জায়ান্ট গুগল।
তুসিন আহমেদ
আরও পড়ুন:
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি