![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বাজারে এসেছে গিগাবাইটের স্নাইপার বি৭ মাদারবোর্ড। মাদারবোর্ডটি দেশের বাজারে এনেছে স্মার্ট টেকনোলজিস বাংলাদেশ লিমিটেড।
ইন্টেল বি১৫০ এক্সপ্রেস চিপসেট সমৃদ্ধ এ মাদারবোর্ডে রয়েছে চারটি ডিডিআর৪ র্যাম স্লট। এখানে ৬৪ গিগাবাইট পর্যন্ত মেমোরি ব্যবহার করা যাবে। গ্রাফিক্স প্রফেশনালদের সুবিধার জন্য এই মাদারবোর্ডে রয়েছে ইন্টেল এইচডি গ্রাফিক্স সাপোর্ট, হাই ডেফিনিশন অডিও, ইন্টেল জিবি-ই ল্যান চিপ, সাটা এক্সপ্রেস কানেক্টর, মাল্টি গ্রাফিক্স টেকনোলজি এবং ইউএসবি কানেক্টর।
মাদারবোর্ডটিতে ইন্টেলেরে ষষ্ঠ প্রজন্মের সব ধরনের প্রসেসর সমর্থন করবে। তিন বছরের বিক্রয়োত্তর সেবাসহ এটির দাম পড়বে নয় হাজার ৫০০ টাকা।
শামীম রাহমান
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি