![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মাসব্যাপী প্রযুক্তি উৎসবের আয়োজন করেছে গুগল উইমেন টেকমেকারস বাংলাদেশ কমিউনিটি।
৮ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত ১৩টি বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হবে ১৩টি ইভেন্ট। এ ছাড়াও একটি গালা ইভেন্ট হবে। ‘আওয়ার টাইম টু লিড’ শিরোনামে আয়োজিত এ উৎসবে নারীদের প্রযুক্তি ব্যবহার ও নেতৃত্ব গড়ে তুলতে উৎসাহিত করা হবে।
এ জন্য উইমেন টেকমেকারস শিক্ষার্থী, তরুণ উদ্যোক্তা, ইয়াং প্রফেশনাল এবং ফিল্যান্সারদের নিয়ে কাজ করতে চায়।
প্যানেল আলোচনা, কর্মশালা, প্রশিক্ষণ, প্রোডাক্ট ডেমো প্রদর্শন, অনলাইন লাইভ ইভেন্ট, ইন্টারনেট ফর লাইফ, মোবাইল মানি, ই-কমার্সসহ আরো বেশ কয়েকটি বিষয় নিয়ে মাসব্যাপী আয়োজন থাকছে।
ইভেন্টটি পরিচালনা করবেন বাংলাদেশের লিড রাখশান্দ রুখাম ও ফারাহ নাজিফা। ইতোমধ্যে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে তাদের কর্মকাণ্ড পরিচালনার জন্য লিড নির্বাচনও করেছে উইমেন টেকমেকারস।
ইভেন্টে অংশ নিতে নিবন্ধন করতে হবে ৬ মার্চের ভিতর এই ঠিকানায় http://www.womentechbd.com/।
ইমরান হোসেন মিলন
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি