কম্পিউটার সোর্সে ‘রোদ-বৃষ্টি’ অফার

CSM-Offer

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : কম্পিউটার সোর্সে চলছে ‘রোদ-বৃষ্টি’ অফার। অফারে দেশি ব্র্যান্ডের প্রতিটি ডেস্কটপ কম্পিউটারের সঙ্গে উপহার হিসেবে থাকছে একটি ছাতা।

এর পাশাপাশি স্ক্র্যাচ কার্ড ঘষে টি-শার্ট, ব্যাক প্যাক, জ্যাকেট, মগ, কলমসহ বিভিন্ন উপহার থাকছে এই অফারে। প্রতিটি পিসির সঙ্গে দেয়া ৩ বছরের বিক্রয়োত্তর সেবা।

CSM-Offer

Techshohor Youtube

ষষ্ঠ প্রজন্মের সিএসএম লেকসাস, ফোর্ড এবং ফেরারি কম্পিউটারে অফার পাওয়া যাবে। এছাড়াও দাম কমানো হয়েছে চতুর্থ প্রজন্মের ভ্যালেন্সিয়া, লিভারপুল, আর্সেনাল, ম্যানইউ এবং ম্যানসিটি কম্পিউটারে।

শামীম রাহমান

*

*

আরও পড়ুন