Techno Header Top and Before feature image

ডেসকোর বিল নেবে রবি

DESCO_1
Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) গ্রাহকদের বিল সংগ্রহ করবে মোবাইল ফোন অপারেটর রবি। রবি ও ডেসকোর মধ্যে সম্প্রতি এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

রাজধানীর নিকুঞ্জে ডেসকোর প্রধান কার্যালয়ে এ চুক্তি সম্পাদিত হয়। ডেসকোর কোম্পানি সেক্রেটারি ইঞ্জিনিয়ার জুলফিকার তাহমিদ ও রবির ডিজিটাল সার্ভিসের ভাইস প্রেসিডেন্ট দেওয়ান নাজমুল হাসান চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

DESCO_1

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডেসকোর এক্সিকিউটিভ ডিরেক্টর (ফিন্যান্স অ্যান্ড একাউন্টস) রফি উদ্দিন, রবির এম-ইউটিলিটি ম্যানেজার নজরুল ইসলাম জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

শামীম রাহমান

*

*

আরও পড়ুন