![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বাজারে এসেছে ইউনিভিউ ব্র্যান্ডের দুই মেগাপিক্সেল আইআর বুলেট আইপি ক্যামেরা। ক্যামেরাটি বাজারে এনেছে কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটেড।
ক্যামেরাটিতে তিন দশমিক ছয় এমএম লেন্স ব্যবহার করা হয়েছে। সর্বোচ্চ ৩০ মিটার পর্যন্ত আইআর ডিসট্যান্স দিতে পারবে এটি। ক্যামেরাটি ৩০ এফপিএস এ ১৯২০x১০৮০ পিক্সেলের ভিডিও আউটপুট দিতে সক্ষম। রয়েছে দিন ও রাতে পৃথক ফাংশন করে রাখার সুবিধা।
এছাড়া লো-লাইট সারভেইল্যান্স, ত্রিমাত্রিক ডিএনআর, ট্রিপল স্ট্রিমকম্প্রেশন, আরওআই, ৯:১৬ করিডোর মুড, এবং কাস্টমাইজড ওএসডির ক্যামেরাটিতে পিওই ও ডিসি ১২ ভোল্ট পাওয়ার সমর্থন করে। আইপিসি২২২ইআর-এফ৩৬ মডেলের এই ক্যামেরাটির দাম সাড়ে ১২ হাজার টাকা।
শামীম রাহমান