![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : অ্যামাজন ও ফ্লিপকার্টকে টেক্কা দিতে নতুনভাবে ২০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করলো ভারতের শীর্ষস্থানীয় অনলাইন মার্কেটপ্লেস স্ন্যাপডিল। ওন্তারিও টিচার্চ পেনশন প্ল্যান ও অন্যান্য বিনিয়োগকারীদের মাধ্যমে নতুন এই বিনিয়োগ এসেছে।
ভারতের প্রতিযোগিতামূলক বাজার ধরতে গত আগস্টে চীনের সর্ববৃহৎ অনলাইন মার্কেটপ্লেস আলিবাবা গ্রুপসহ সফটব্যাংক এবং ফক্সকন মিলে ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করে।
২০১০ সালে প্রতিষ্ঠিত স্ন্যাপডিলে বর্তমানে ২.৭৫ লাখের অধিক বিক্রেতা রয়েছে, যা ভারতের অনলাইন মার্কেটপ্লেসের ক্ষেত্রে অবশ্যই সাফল্যজনক বিষয়।
স্ন্যাপডিলের চীফ ফিন্যান্সিয়াল অফিসার অনুপ ভিকাল বলেন, নতুন এই বিনিয়োগের মাধ্যমে ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য ও সহজ ই-কমার্স ইকোসিস্টেম তৈরির যে লক্ষ্য নিয়ে স্ন্যাপডিল এগিয়ে যাচ্ছে তা ত্বরান্বিত করবে।
বিশ্লেষকরা মনে করছেন, আগামী এক বছরে অ্যামাজন ও ফ্লিপকার্ট ভারতের বাজারে ৮ বিলিয়ন ডলার বিনিয়োগের যে ঘোষনা দিয়েছেন তারই পরিপ্রেক্ষিতে নিজেদের অবস্থান শক্ত করতে আগে থেকেই এই বিনিয়োগ করলো স্ন্যাপডিল!
ইকোনোমিক টাইমস অবলম্বনে ফারজানা মাহমুদ পপি
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি