vivo Y16 Project

গ্রুপনের ৩৩ মিলিয়ন শেয়ার কিনলো আলীবাবা

আলিবাবা-জ্যাক-মা-ধনী-চীন-ইকমার্স-টেকশহর

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : অনলাইনে দৈনন্দিন ডিল সেবাদানকারী গ্রুপনের প্রায় ৩৩ মিলিয়ন শেয়ার কিনে নিয়েছে আলীবাবা। এর মাধ্যমে গ্রুপনের প্রায় ৫.৬ শতাংশের মালিকানা পেয়েছে চীনের ইন্টারনেটভিত্তিক বৃহত্তম কেনাবেচার সাইটটি।

শুক্রবার নিয়ন্ত্রক সংস্থার কাছে গ্রুপনের শেয়ার কিনে নেওয়ার ঘোষনা দেয় আলীবাবা। প্রত্যাশা ছাড়িয়ে গ্রুপনের চতুর্থ প্রান্তিকের লভ্যাংশ ও আয়ের বিবরণী প্রকাশের পরপরই এই ঘোষনা আসে।

আলিবাবা-জ্যাক-মা-ধনী-চীন-ইকমার্স-টেকশহর

Techshohor Youtube

গতমাসে আলীবাবা গ্রুপ হোল্ডিংস লিমিটেড প্রকাশে করে যে, তাদের সেবা মোবাইলে পৌছে যাওয়া ও গ্রাহক বেড়ে যাওয়ার কারণে প্রত্যাশার চেয়ে তৃতীয় প্রান্তিকের আয় ভালো হয়েছে।

এদিকে গত বৃহস্পতিবার শেয়ার বিক্রির সুবাদে সিকাগো নির্ভর গ্রুপনের শেয়ারের মূল্য ১৬.৬ শতাংশ তথা ৪৮ সেন্ট বেড়ে যায় বলে জানা গেছে।

এবিসি নিউজ অবলম্বনে ফারজানা মাহমুদ পপি

*

*

আরও পড়ুন

vivo Y16 Project