সেলস টার্গেট পূরণ করা প্রতিষ্ঠানকে পুরস্কৃত করল পান্ডা

panda

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সেলস টার্গেট পূরণ করা প্রতিষ্ঠানগুলোকে পুরস্কৃত করল স্পেনিশ অ্যান্টিভাইরাস নির্মাতা প্রতিষ্ঠান পান্ডা। ৭-৯ ফেব্রুয়ারি কক্সবাজার সমুদ্র সৈকতে ‘পান্ডা গালা নাইট’ অনুষ্ঠানে টার্গেট পূরণ করা প্রতিষ্ঠানগুলোকে কার ও মোটরসাইকেল প্রদান করা হয়।

পুরষ্কার তুলে দেন পান্ডার প্রোডাক্ট ম্যানেজার গোলাম মুর্তজা আজিম, গ্লোবাল ব্র্যান্ডের হেড অফ চ্যানেল সেলস সমীর কুমার দাস এবং পান্ডার ব্র্যান্ড অ্যাম্বাসেডর মডেল ও অভিনেত্রী নায়লা নাঈম।

panda

Techshohor Youtube

টার্গেট পূরণ করে ‘নেট স্টার প্রাইভেট লিমিটেড’ ও ‘জলিল কম্পিউটার’ নতুন কার জিতে নেয়। ‘ওয়ান স্টপ সার্ভিস অ্যান্ড সলিউশন’, ‘উইন্টেড ইন্টারন্যাশনাল’, ‘হাই ফাই কম্পিউটার’, ‘চিপ টেকনোলজি’, ‘এবসল্যুট আইটি’, ‘সুমন কম্পিউটার’, ‘কাজী ব্রাদার্স’, ‘বি অ্যান্ড ভি আইটি বাজার’ জিতে নেয় মোটর সাইকেল।

শামীম রাহমান

*

*

আরও পড়ুন