![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে (এনএসইউ) অনুষ্ঠিত ‘ইন্ট্রা এনএসইউ প্রোগ্রামিং কনটেস্ট’ এর চ্যাম্পিয়ন হয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হাসিব আল মুহাইমিন।
ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে অন্তঃবিশ্ববিদ্যারয়ে প্রোগ্রামিং নিয়ে এটা ছিল তৃতীয় আয়োজন। এবারের প্রতিযোগিতায় বিভিন্ন বর্ষের মোট ৭০ জন শিক্ষার্থী অংশ নেন।
শুক্রবার সকাল ১০টা থেকে দুইটা পর্যন্ত চলা প্রতিযোগিতাটিতে সমাধানের জন্য আটটি প্রোগ্রামিং সমস্যা দেওয়া হয়। এর মধ্যে সাতটি সমস্যা সমাধান করে চ্যাম্পিয়ন হন হাসিব। এছাড়া দ্বিতীয় বর্ষের মোহাম্মদ সামিউল ইসলাম ও লাবিব মো. রশিদ তৃতীয় হন।
প্রতিযোগিতায় সার্বিক সহযোগিতা করেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রবলেম সলভার্স কমিউনিটি এবং আইইইই স্টুডেন্ট ব্রাঞ্চ। কারিগরি সহায়তা দেয় অনলাইন প্রোগ্রামিং প্ল্যাটফর্ম টাফ।
ইমরান হোসেন মিলন
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি