![]() |
মোশাররফ রুবেল, অ্যাপ ডেভেলপার অতিথি লেখক : অনলাইনে বিজ্ঞাপনের বেশ জনপ্রিয় মাধ্যম এখন অ্যাডসেন্স। সাধারণত এ মাধ্যম ব্যবহার করে ব্লগ ও ওয়েবসাইটের বিজ্ঞাপন এবং ইউটিউবে ভিডিও মনেটাইজের মাধ্যমে আয় আসে।
সিপিসি (কস্ট পার ক্লিক) ও সিপিএমের (কস্ট পার মাইল/প্রতি হাজার ইম্প্রেশনে কস্ট) ক্ষেত্রে ভালো দর দেওয়ায় অ্যাডসেন্স প্রতিযোগীদের মধ্যে সব সময়ই সেরা। আমাদের দেশেও অনেকে এ মাধ্যম ব্যবহার করে আয় করছেন। ব্লগ থেকে আয়ের পাশাপাশি ইউটিউব মনেটাইজেশন ও অ্যাডমব থেকে আয় আসার কারনে অ্যাডসেন্স ভিডিও ব্লগার ও অ্যাপ ডেভেলপারদের কাছে পেয়েছে গ্রহণযোগ্যতা।
মাসে ১০০ ডলারের বেশি কিংবা ৬০ পাউন্ডের বেশি হলে অ্যাডসেন্স তা পাবলিশারের অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। এ টিউটোরিয়ালে অ্যাকাউন্ট থেকে টাকা তোলার প্রক্রিয়া তুলে ধরা হলো। এটি খবুই সহজ এক প্রক্রিয়া।
টাকা তোলার প্রক্রিয়া
প্রথমে অ্যাডসেন্স অ্যাকাউন্টে লগইন করে পেমেন্ট সেটিংস অপশনে গিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত যেভাবে চেয়েছে সেভাবে যোগ করুন। তথ্য দিতে গেলে আপনার ব্যাংকের সুইফট কোড প্রয়োজন হবে। তাই যে ব্যংকে আপনার অ্যাকাউন্ট সেখানে যোগাযোগ করে সুইফট কোড জেনে নিন।
পেমেন্ট মেথড যোগ করার পর আপনার কাজ মোটামুটি শেষ। এরপর ১০০ ডলার বা তার বেশি হলে তা আপনার অ্যাকাউন্টে চলে আসবে। জানুয়ারি মাসে যদি আপনার ১০০ ডলার বা তার বেশি হয় তবে তা ফেব্রুয়ারির ২০ থেকে ২৬ তারিখের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে।
কিছু ব্যাংক ডলার তোলার বিষয়ে ইনভয়েস ও পেমেন্ট হিস্টোরি চাইতে পারে। যেমন- ব্র্যাক ব্যাংকে এ নিয়ম প্রযোজ্য। এ ক্ষেত্রে আপনার ওই মাসের আয়ের ইনভয়েস, পেমেন্ট হিস্টোরির প্রিন্ট কপি নিয়ে ব্যংকে যোগাযোগ করতে হবে। সেখানে ‘সি ফর্ম’ পূরণ করার দু’দিন পর আপনার অ্যাকাউন্টে টাকা জমা হবে।
এ ছাড়া আপনি চেক হিসেবে টাকা গ্রহণ করতে পারবেন। চেক হিসেবে টাকা গ্রহণ করতে গেলে আপনি যে ঠিকানা দেবেন সেখানে অ্যাডসেন্স কর্তৃপক্ষ চেক পাঠাবে। ব্যাংকে সেই চেক জমা দিয়ে ক্যাশ অর্থ গ্রহণ করতে পারবেন।
তবে চেক গ্রহণের ক্ষেত্রে আপনার Payee প্রোফাইলে যে ঠিকানা যুক্ত করবেন সেই অনুসারে চেকে ঠিকানা লেখা থাকবে।
এ ক্ষেত্রে আরেকটি বিষয় জানা দরকার সেটি হলো- ডলার থেকে টাকার বিনিময়ের বেলায় ব্যাংকের ওই দিনের বিনিময় মূল্য পাবেন পাবলিশাররা। ডলার রেট বাড়লে বা কমলে টাকার অংকও ওঠানামা করবে।
আরও পড়ুন
আপনার এই টিপসটি আমার ভালো লেগেছে। এই ধরনের টিপস পেলে আমরা উপকৃত হব।
খুব ভালো একটি পোস্ট করার জন্য আপনাকে ধন্যবাদ।আমি একটি বাংলা ব্লগ চালাই ব্লগার টিউটরিয়াল নিয়ে আমি কি এডসেন্স আপ্লাই করতে পারি। ধন্যবাদ
যাক আমার পছন্দ মতো একটি পোষ্ট করেছেন। ধন্যবাদ ভাই। চাইলে আমার সাইট http://www.bdhelpnet.com থেকে ঘুরে আসতে পারেন।
thanks a lot
ভাই, বাংলাদেশ থেকে কি সত্যিই youtybe থেকে টাকা/ডলার ইনকাম করা সম্ভব???
yes, possible. you can do it also.
ভাই…
গত ২১ তারিখ আমাকে এডসেন্স টাকা পাঠিয়েছে… এবং ইমেইল এর মাধ্যমে বলেছে ৫ দিনের মধ্য আমার ব্যাংকে টাকা পৌঁছাবে..
আবার ২৩ তারিখ কপিরাইট স্ট্রাইকের কারনে আমার চ্যানেল সাস্পেন্ড করা হয়েছে..
৫ দিন হয়ে গেছে কিন্তু আমি এখনও টাকা পাই নি…
আমি এখন কি করতে পারি
ভাই…
গত ২১ তারিখ আমাকে এডসেন্স টাকা পাঠিয়েছে… এবং ইমেইল এর মাধ্যমে বলেছে ৫ দিনের মধ্য আমার ব্যাংকে টাকা পৌঁছাবে..
আবার ২৩ তারিখ কপিরাইট স্ট্রাইকের কারনে আমার চ্যানেল সাস্পেন্ড করা হয়েছে..
৫ দিন হয়ে গেছে কিন্তু আমি এখনও টাকা পাই নি…
আমি এখন কি করতে পারি
ভাই…
গত ২১ তারিখ আমাকে এডসেন্স টাকা পাঠিয়েছে… এবং ইমেইল এর মাধ্যমে বলেছে ৫ দিনের মধ্য আমার ব্যাংকে টাকা পৌঁছাবে..
আবার ২৩ তারিখ কপিরাইট স্ট্রাইকের কারনে আমার চ্যানেল সাস্পেন্ড করা হয়েছে..
৫ দিন হয়ে গেছে কিন্তু আমি এখনও টাকা পাই নি…
আমি এখন কি করতে পারি
ভাই আমি কি ব্যাংক একাউন্টটা এডসেন্স করা আগে করবো নাকি পরে.?
Akti adsens accaunt diye koyti website ar and kototi app a admod kora jay
অসাধারণ লিখেছেন। আমি আজও টাকা ব্যাংকে পাঠায়নি। আমার টাকা কি হারিয়ে যাবে।
যে ঠিকানা দিয়ে এডসেন্স একাউন্ট খুলছি সেই ঠিকানা ই কি দেওয়া লাগবে?