![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বাইসাইকেলে করে আইফেল টাওয়ার প্রদক্ষিণ করে আসলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শান্তা ও সজীব। তবে প্যারিসে গিয়ে নয়; তারা আইফেল টাওয়ার ঘুরলেন নিজ ক্যাম্পাসেই।
রবি ও সফটউইন্ডটেকের যৌথ উদ্যোগে ভার্চুয়াল রিয়েলিটি গেইম প্রতিযোগিতায় অংশ নিয়ে তারা এ অভিজ্ঞতা লাভ করেন।
রোববার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভালোবাসা দিবস উদযাপনকারীদের ভার্চুয়াল রিয়েলিটির দুটি ট্যান্ডেম বাইসাইকেল প্রদর্শন করা হয়। এ বাইসাইকেলে চরে ঢাকায় বসে প্যারিস ঘোরার অভিজ্ঞতা পান ব্যবহারকারীরা।
দুটি ট্যান্ডেম বাইসাইকেলকে মাইক্রোকন্ট্রোলারভিত্তিক সার্কিটের সহায়তায় একটি ভিডিও গেমের সঙ্গে যুক্ত করা হয়। বাঁকানো ৩০ ফুট সাইক্লোরোমা স্ক্রিনের সাহায্যে ভার্চুয়াল প্যারিসের পুরো সৌন্দর্য উপভোগ করার সুযোগ মেলে। ইমার্সিভ প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই ভার্চুয়াল রিয়েলিটিকে উপস্থাপন করা হয়।
গেইমের অংশ হিসেবে দুই জোড়া যুগল আইফেল টাওয়ারে দ্রুততম সময়ে পৌঁছানোর প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতি ঘণ্টায় দ্রুততম একটি যুগলকে পুরস্কৃত করে রবি। শিগগিরই অন্যান্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও এই গেইমটি নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
শামীম রাহমান
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি