![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : অসংখ্য প্রযুক্তি পণ্য, যন্ত্র আর নিত্য নতুন উদ্ভাবন জীবনকে সহজ করে তুললেও প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্পের পূর্বাভাসের পদ্ধতি এখনো মানুষের নাগালের বাইরে। তবে হালের স্মার্টোফোন হতে চলেছে ভূমিকম্প পূর্বাভাসের হাতিয়ার। এমনটাই ধারণা প্রযুক্তিবিদ ও বিশ্লেষকদের।
গত শুক্রবার ‘মাইস্যাক’ নামের একটি অ্যানড্রয়েড অ্যাপ গুগল প্লে স্টোরে যুক্ত হয়েছে। অ্যাপটি ভূমিকম্পের পূর্বাভাস দিয়ে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি এড়াতে সক্ষম বলে দাবি করছেন এর নির্মাতারা।
অ্যাপটি ভূমিকম্পের টাইপ রেকর্ড করতে পারবে, নির্দিষ্ট পরিসীমায় ব্যবহারকারীরা কম্পনের কাউন্টডাউন দেখতে পারবেন। ফলে তারা সহজেই চলে যেতে পারবেন একটি নিরাপদ স্থানে।
অ্যাপটির বিনিয়োগকারীরা বলছেন, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একটি দল অ্যাপটি তৈরি করেছে। অ্যাপটি কোনো ধরনের যন্ত্রপাতি ছাড়াই ভূমিকম্পের পূর্বাভাস দিতে সক্ষম।
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বারবেলি ভূমিকম্প গবেষণাগারের পরিচালক ও মাইস্যাক অ্যাপের প্রজেক্ট প্রধান রিচার্ড আলেন বলেন, অ্যাপটির জন্য ভূমিকম্প নেটওয়্যার্ক ব্যবহার করা হয়নি। তারপরও আমরা প্রত্যাশা করছি, অ্যাপটি দ্রুত ও বড় পরিধিতে ব্যবহারকারীদের কাছে ভূমিকম্পের পূর্বাভাস পোঁছে দেবে।
বর্তমানে ৩০০ স্মার্টফোনে মাইস্যাক ইন্সটল করে ১১০ কিলোমিটার এলাকায় ভূমিকম্পের পূর্বাভাস দেয়া হচ্ছে। এর পরিধি বাড়িয়ে বিশ্বব্যাপী ভূমিকম্পের পূর্বাভাস দেয়ার পরিকল্পনা করছেন অ্যাপটির নির্মাতারা। অ্যাপটি ডাউনলোড করা যাবে এ ঠিকানায় ।
টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে শামীম রাহমান
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি