![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ড্যাফোডিল ইন্টারন্যাশনাল অ্যাকাডেমি প্রোগ্রামিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল আইসিটি ফেস্ট। শনিবার এ ফেস্টের উদ্বোধন করেন ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান সবুর খান।
প্রোগ্রামিং ও নেটওয়ার্কিং কর্মশালা, সফটওয়্যার প্রজেক্ট প্রদর্শনী, প্রোগ্রামিং ও কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণীসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয় এ ফেস্টে। এতে মোট ২৫০ জন প্রতিযোগী অংশ নিয়ে ১৬টি সফটওয়্যার প্রজেক্ট উপস্থাপন করেন।
ডিআইএ প্রোগ্রামিং ক্লাবের সভাপতি জাকারিয়া মো. জাকিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল অ্যাকাডেমির নির্বাহী পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান, ডেপুটি অ্যাকাডেমিক ডিরেক্টর সরোয়ার হোসেন মোল্লা, উপ পরিচালক শাহ নেওয়াজ মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।
শামীম রাহমান
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি