ইপসন কনসেপ্ট স্টোর চালু

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : রাজধানীর এলিফ্যান্ট রোডের কম্পিউটার সিটি সেন্টারে (মাল্টিপ্লান) চালু হয়েছে ইপসন কনসেপ্ট স্টোর। প্রযুক্তি পণ্য সেবা দাতা প্রতিষ্ঠান কম্পিউটার সোর্সের উদ্যোগে স্টোরটি চালু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে স্টোরটির উদ্বোধন করেন ইপসন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের জেনারেল ম্যানেজার মি. পি সত্য নারায়ন।
কনসেপ্ট স্টোর থেকে গ্রাহকদের ইপসনের হালনাগাদ প্রিন্টার, প্রজেক্টর, স্ক্যানার এবং আনুষঙ্গিক যন্ত্রাংশ সেবা দেয়া হবে বলে এর কর্তারা জানিয়েছেন।

Epson concept store
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইপসন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার একে হারিশ এবং ইপসন বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার তন্ময় চক্রবর্তী, কম্পিউটার সোর্সের পরিচালক আসিফ মাহমুদ, এইউ খান জুয়েল প্রমুখ।
শামীম রাহমান

*

*

আরও পড়ুন