![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সম্পূর্ণ আলাদা অথচ একটি অঙ্গ সংগঠন হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছে ‘ই-ক্যাব ইয়্যুথ ফোরাম’। শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্রেপড অডিটোরিয়ামে ফোরামটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বেসিস সভাপতি শামীম আহসান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট সাখাওয়াত হোসেন মামুন ও ই-ক্যাব সভাপতি রাজিব আহমেদ উপস্থিত থাকবেন।
বেসিস স্টুডেন্টস ফোরামের আদলে গড়তে যাওয়া নতুন এই সংগঠনটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পাচ্ছেন ই-ক্যাবের সদস্য আসিফ আহনাফ।
ই-ক্যাব সভাপতি রাজিব আহমেদ বলেন, ই-ক্যাব ইয়্যুথ ফোরামে যেকোনো তরুণ যোগ দিতে পারবেন। যেখানে ভবিষ্যৎ ই-কমার্স উদ্যোক্তা তৈরি, প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি নানা বিষয় নিয়ে কাজ করা হবে।
আসিফ আহনাফ বলেন, ই-ক্যাবের গঠনতন্ত্র হিসেবে এটি হবে সম্পূর্ণ আলাদা সংগঠন। তাই একই সঙ্গে কেউ ই-ক্যাব এবং ই-ক্যাব ইয়্যুথ ফোরামের কমিটিতে কোনো পদ নিতে পারবেন না।
তিনি জানান, ই-ক্যাব ইয়্যুথ ফোরামর লক্ষ্য হবে দেশের কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে কাজ করা। ই-কমার্স খাতের বিভিন্ন দিক নিয়ে জানানো, সচেতন করা।
শুক্রবার ই-ক্যাব ইয়্যুথ ফোরামের কেন্দ্রীয় কমিটি ঘোষণার পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইয়্যুথ ফোরাম কমিটি দেওয়ার বিষয়েও আলোচনা করা হবে বলে জানান আসিফ আহনাফ।
ইমরান হোসেন মিলন
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি