![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : প্রযুক্তি খাতে বাংলাদেশে নতুন সংগঠন হিসেবে যাত্রা শুরু করেছে বাংলাদেশ ডোমেইন হোস্টিং প্রোভাইডার অ্যাসোসিয়েশন বা বিডিএইচপিএ।
একটি সভায় মতামতের ভিত্তিতে সালেহ আহমেদকে(হোস্ট পেয়ার) সভাপতি ও শাকিল আরেফিনকে (বিডি সফট) সাধারণ সম্পাদক করে গঠনতন্ত্র অনুসারে কমিটি ঘোষণা করেছে সংগঠনটি।
৯ সদস্যের অস্থায়ী কমিটিতে অন্যান্য পদে আছেন সহ-সভাপতি শাহাদাত হোসেন(স্পীড হোস্ট), যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী(সাইট নেম বিডি), কোষাধ্যক্ষ তুহিন রহমান(পয়েন্ট বিডি) এবং পরিচালক পদে জোবায়ের আলম বিপুল(হোস্ট মাইট), এম এইচ মেহেদী(ধ্রুব হোস্ট), ইউসুফ আল আজাদ(অ্যাজন কোড) মোহাম্মদ মনিরুজ্জামানকে নির্বাচিত করা হয়েছে।
কমিটির নবনির্বাচিত সভাপতি সালেহ আহমেদ টেকশহর ডটকমকে বলেন, ডোমেইন এবং হোস্টিং ব্যবসায়ীদের উন্নয়নে কাজ করার লক্ষ্যে সংগঠণটির যাত্রা শুরু করছে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশি ডোমেইন এবং হোস্টিং ব্যবসার ক্ষেত্র তৈরিতে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা, ডোমেইন, হোস্টিং ব্যবসার মান উন্নয়নে এই সংগঠণ কাজ করবে।
তবে শিগগিরই সরকারের প্রয়োজনীয় মন্ত্রণালয় থেকে পূর্ণাঙ্গ সংগঠন হিসেবে কাজ করার স্বীকৃতি চাইবে বলেও জানান সালেহ আহমেদ।
ইমরান হোসেন মিলন
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি