এক ক্যাবলেই অ্যাপল ও অ্যান্ড্রয়েড ডিভাইস চার্জ

prolink

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : এক ক্যাবলে অ্যাপল ও অ্যান্ড্রয়েড ডিভাইস চার্জ দেওয়া যাবে এমন একটি ক্যাবল দেশের বাজারে পাওয়া যাচ্ছে। ইউএসবি পোর্ট সুবিধার দ্বিমুখী চার্জিং ক্যাবল প্রোলিংক-পিইউসি ৫০০ এনেছে কম্পিউটার সোর্স।

ডেটা ক্যাবলটির বহির্মুখী পোর্টের একটিতে অ্যান্ড্রয়েড অপারেটিং ডিভাইসের জন্য ৫ পিনের মাইক্রো ক্যাবল এবং অপরটিতে ৮ পিনের মাইক্রো ক্যাবল নিশ্চিত করেছে আইওএস চালিত আধুনিক মোবাইল ডিভাইসের চার্জিং ও ডেটা স্থানান্তর সুবিধা।

prolink

Techshohor Youtube

এক মিটার দীর্ঘ জটমুক্ত তারের উভয় পোর্টেই রয়েছে ধূলি-নিরোধক ব্যবস্থা- ডাস্ট ক্যাপ।

সাদা, কালো, নীল, সবুজ, হলুদ ও গোলপী রঙের এ ক্যাবল পরিবেশবান্ধব ও দুর্ঘটনার ঝুঁকিমুক্ত প্রযুক্তির বলে জানিয়েছে আমদানিকারক প্রতিষ্ঠানটি।

প্রোলিংকের এ ক্যাবলের দাম ৬০০ টাকা।

ইমরান হোসেন মিলন

 

*

*

আরও পড়ুন