![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বাংলাদেশের প্রযুক্তি বাজরে যাত্রা শুরু করলো ইউনিভিউ ব্র্যান্ডের সিকিউরিটি ক্যামেরা ও এনভিআর পণ্য। কম্পিউটার সিটি টেকনোলজিস লি. পণ্যগুলোর পরিবেশক হিসেবে দেশে এগুলো বিক্রি করবে।
পণ্যগুলো এখনো বাজারে পাওয়া না গেলেও দু-এক সপ্তাহের মধ্যেই পাওয়া যাবে বলে জানায় কম্পিউটার সিটি টেকনোলজিস।
চীনের শীর্ষস্থানীয় ভিডিও সারভেইল্যান্স পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইউনিভিউ। চীনে দুটি রিসার্স অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার নিয়ে কাজ করছে ইউনিভিউ। যাদের প্রায় ৬০০ পণ্যের প্যাটেন্ট রয়েছে।
ইউনিভিউয়ের যেসব পণ্য বাজারে আনছে সেগুলো হল আইপি ক্যামেরা, এনভিআর, এনকোডার, ডিকোডার, আইপিস্যান, বিভিন্ন সফটওয়ার ও অ্যাপস।
বাংলাদেশে ভিডিও সিকিউরিটি ক্যামেরার চাহিদার কথা মাথায় রেখে কম্পিউটার সিটি প্রথম দফায় কয়েকটি মডেলের আইপি ক্যামেরা ও এনভিআর বাজারজাত করবে।
ইমরান হোসেন মিলন