![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : অ্যাসরক ব্র্যান্ডের যষ্ঠ প্রজন্মের মাদারবোর্ড বাজরে এনেছে কম্পিউটার সিটি টেকনোলজিস লি.। এইচ১১০এম -ডিভিএস/ডি৩ এবং বি১৫০এম-এইচডিভি/ডি৩ মডেলের মাদারবোর্ডের সঙ্গে টি-শার্ট ফ্রি দিচ্ছে পরিবেশক প্রতিষ্ঠানটি।
মাদারবোর্ডে দুটিতে ব্যবহার করা হয়েছে অ্যাসরক সুপার অ্যালয়। ১৮৬৬ বাসের ডুয়েল চ্যানেল ডিডিআর ৩ র্যাম সমর্থন করে। বি১৫০এম-এইচডিভি/ডি৩তে রয়েছে ৬ টি ইউএসবি থ্রি পোর্ট। এছাড়াও গ্রাফিক্স আউটপুট হিসেবে রয়েছে এইচডিএমআই, ডি-সাব এবং ডিভিআই-ডিঅপশান।
অন্যদিকে এইচ১১০এম – ডিভিএস/ডি৩ মডেলটিতে রয়েছে ৪টি ইউএসবি থ্রি পোর্ট এবং গ্রাফিক্স। এছাড়া মাদারবোর্ড দুটিতেই রয়েছে ৭.১ চ্যানেলের এলনাক্যাপ সমৃদ্ধ অডিওআউটপুটের সঙ্গে ব্যবহার করা হয়েছে দ্রুত গতিসম্পন্ন রিয়েল টেকগিগাবিট ল্যান।
মাদারবোর্ড দুটির দাম যথাক্রমে পাঁচ হাজার ৫০০ টাকা এবং ছয় হাজার ৫০০ টাকা।
ইমরান হোসেন মিলন
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি