![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) ও দেশি সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান রেভারি’র মধ্যে একটি চুক্তি হয়েছে।
সম্প্রতি হওয়া ওই চুক্তি অনুযায়ী রেভারি ওয়েবসাইট, মোবাইল অ্যাপ ও বিভিন্ন সফটওয়্যার তৈরিতে ই-ক্যাব সদস্য কোম্পানিগুলোকে ১৫ শতাংশ ছাড় দেবে প্রতিষ্ঠানটি।
ই-ক্যাব সভাপতি রাজীব আহমদে ও রেভারির নির্বাহী পরিচালক হুমায়ূন কবির রাজীব প্রতিষ্ঠান দুটির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এসময় ই-সুফিয়ানার কর্ণধার মীর শাহেদ আলী, মোহাম্মাদ ফরহাদ ইফতেখার রাসেলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
রেভারি’র ব্যবস্থাপনা পরিচালক নাসিমা নিশা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ই-কমার্স খাতকে আরো সামনের দিকে এগিয়ে নেয়ার জন্য এই বিশেষ ছাড়ের ঘোষণা করা হয়েছে। যাতে খুব স্বল্পমূল্যে তরুণ উদ্যোক্তারা তাদের ই-কমার্স সাইট তৈরি করতে পারেন।
এই চুক্তির মাধ্যমে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, গেইম ডেভেলপমেন্টের পাশাপাশি ওয়েবসাইট ডেভেলপমেন্ট, কাস্টম ওয়েব অ্যাপ্লিকেশন, অ্যাপ স্টোর সার্ভিস, মোবাইল অ্যাপ মার্কেটিং প্রভৃতি নিয়ে ই-ক্যাব সদস্যদের সঙ্গে কাজ করবে রেভারি।
শামীম রাহমান
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি