ইউটিউবে বছর মাতানো ৪০ ভিডিও

Youtube top video-TechShohor

তুহিন মাহমুদ, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ২০১৩ সালে ইউটিউবসহ বিভিন্ন ভিডিও শেয়ারিং সাইটগুলোতে হাজার হাজার ভিডিও বিশ্ববাসীকে মাতিয়ে রেখেছিল। এসব ভিডিওর মধ্যে মিউজিক ভিডিও, কৌতুক, বিজ্ঞাপনসহ ব্যক্তিজীবনের হাস্যরসাত্বক নানা ভিডিও রয়েছে। অপরদিকে বিশ্বজুড়ে ঘটে যাওয়া নানা দুর্ঘটনার ভিডিও চিত্রও উঠে এসেছে।

ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবে তথ্যমতে, সাইটটিতে ২০১৩ সালের সবচেয়ে জনপ্রিয় ভিডিও হলো নরওয়ের ব্যান্ডদল ইলভিস এর গাওয়া ‘হোয়াট ডাজ দ্য ফক্স সে’ গানটি। গত ৩ সেপ্টেম্বর এটি ইন্টারনেট বিশ্বে আলোড়ন তোলো। ভিডিওটি এ পর্যন্ত ৩২ কোটির অধিকবার দেখা হয়েছে।

দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘দ্য হারলেম শেক’। মাত্র ৩১ সেকেন্ডের এই ভিডিওটি গতবছরের ফেব্রুয়ারিতে আলোড়ন তোলে। অস্ট্রেলিয়ার ৫ বন্ধু মিলে আমেরিকার ডিজে মিউজিকের সাথে মজা করে নেচে সেটি ইউটিউবে প্রকাশ করে। ব্যস এখানে শুরু। এটি বর্তমানে ২ কোটি ৬০ লাখের অধিকবার দেখা হয়েছে।

Techshohor Youtube

সম্প্রতি ম্যাশেবল ইউটিউবে জনপ্রিয় ৪০টি ভিডিও তালিকা প্রকাশ করে। টেক শহরের পাঠকদের জন্য সে ভিডিওগুলো এখানে শেয়ার করা হলো।

১. Ylvis’ “What Does the Fox Say?”

২. Harlem Shake

৩. Astronaut Chris Hadfield sings David Bowie from space

৪. How Animals Eat Their Food

৫. Twerking Girl on Fire

৬. Kai the Hitchhiker Interview

৭. ‘I Quit’ Job Resignation

৮. Home Depot Marriage Proposal

৯. ‘Wrecking Ball’ Chatroulette Prank

১০. ‘Carrie’ Coffee Shop Prank

১১. NFL Bad Lip Reading

১২. Taylor Swift Goat Duet

১৩. Kid President Pep Talk

১৪. Hair Curling Fail

১৫. Disney Movies After ‘Happily Ever After’

১৬. Jimmy Fallon’s ‘Breaking Bad’ Parody ‘Joking Bad’

১৭. Mila Kunis and Awkward BBC Reporter

১৮. Kapooya Hail Storm Interview

১৯. Morgan Freeman Painting

২০. Prancercise Workout

২১. Ohio State Marching Band Hollywood Medley

২২. Russian Subway Accepts Squats as Payment

২৩. ‘Cups Song’ Tap Dancing Cover

২৪. Family’s ‘Xmas Jammies’ Christmas Card

২৫. Jimmy Kimmel’s Coachella ‘Lie Witness News’

২৬. James Franco, Seth Rogen Parody Kanye West Music Video

২৭. Jimmy Fallon, Justin Timberlake Go Nuts Over Hashtags

২৮. ‘Star Trek’ Version of ‘Let it Snow’

২৯. Real-Life Harry Potter Seeks Hogwarts

৩০. Alfonso Ribeiro, Will and Jaden Smith Do the ‘Carlton Dance’

৩১. Gas Pump Karaoke

৩২. Massive News Fail Is a Real Boner

৩৩. Harvard Med Students Ask ‘What Does the Spleen Do?’

৩৪. Maid of Honor Gives Eminem-Inspired Toast

৩৫. Dove Experiment Gets Parodied

৩৬. Banksy Sells Original Artwork for $60

৩৭. Virgin America’s Sassy Flight Safety Video

৩৮. Chuck Norris Parodies Van Damme Split

৩৯. Little Girl Surprises Parents With ASL Holiday Medley

৪০. Emotional Baby Cries at Mom’s Singing

*

*

আরও পড়ুন