![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দেশে দক্ষ ফ্রিল্যান্সার তৈরিতে সম্প্রতি অনলাইনে ক্লাস ও ভিডিও কোর্স চালু করেছে কোডারসট্রাস্ট। ফিল্যান্সিংয়ে আগ্রহীরা এখন থেকে চাইলে ইন্টারনেটের মাধ্যমে কোডারসট্রাস্টের অনলাইন কোর্সগুলোতে অংশ নিতে পারবেন।
কোডারসট্রাস্টের যেকোনো প্রোগ্রামে অধ্যয়নরত শিক্ষার্থীরা পরীক্ষামূলকভাবে বিনামূল্যেই অনলাইনে নির্দিষ্ট কোর্সটি করে নিতে পারবেন।
কোডারসট্রাস্টের প্রতিষ্ঠাতা ফার্দিনান্দ বলেন, ফ্রিল্যান্সারদের যেহেতু অনলাইনে কাজ করতে হয়। তাই তাদের প্রশিক্ষণ যদি অনলাইনে দেওয়া হয় তাহলে তাদের কাজ আরো সহজ হবে। এটি তাদেরকে দক্ষ ফ্রিল্যান্সার হতে সাহায্য করবে।
কোডারসট্রাস্টের পরিচালনা বিভাগের প্রধান শাকিল মাহমুদ বলেন, আমাদের চূড়ান্ত লক্ষ্য যারা আর্থিকভাবে অসচ্ছল তাদেরকে বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে দক্ষ ফ্রিল্যান্সার হিসেবে প্রস্তুত করা। বর্তমানে আমরা কড়াইল বস্তিতে বিনামূল্যে প্রশিক্ষণ দিচ্ছি। ভবিষ্যতে এর পরিধি আরো বাড়বে।
ইতোমধ্যে কোডারসট্রাস্ট প্রায় ৫০০ ফ্রিল্যান্সার তৈরি করেছে। যাদেরকে আর্থিকসহ সবধরনের সুবিধা দিয়েছে প্রতিষ্ঠানটি। যখন কোডারসট্রাস্ট ব্যবহারকারী আয় করবেন, তখন ওই ঋণ শোধ করতে পারবেন তারা।
ইমরান হোসেন মিলন
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
This is amazing information, I got inspired after reading this blog!
Please keep posting such informational blog. So that, people like us will get inspired and implement in real life.
Thanking you
Thanks, we will do that . stay with us.