Techno Header Top and Before feature image

ই-সেবা বাস্তবায়নে এটুআই-তথ্যপ্রযুক্তি অধিদপ্তরের সমঝোতা

Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ই-ফাইলিংসহ বিভিন্ন ই-সেবা বাস্তবায়নে সমঝোতা চুক্তি করেছে প্রধানমন্ত্রী কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেরশন প্রোগ্রাম (এটুআই) এবং তথ্যপ্রযুক্তি অধিদপ্তর।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী কার্যালয়ের এসএসএফ ব্রিফিং রুমে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন তথ্যপ্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক জসিম উদ্দীন আহমেদ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও এটুআই প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার।

সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যপ্রযুক্তি সচিব শ্যাম সুন্দর সিকদার।

a2i

সমঝোতার আওতায় ই-সেবা বাস্তবায়নের বিষয়ে প্রচার এবং সচেতনতা তৈরি, প্রশিক্ষণের চাহিদা নিরুপণ, প্রশিক্ষকদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা, কারিগরি সহায়তা প্রদান এবং সিস্টেম ব্যবহারকারীদের প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কাজ করবে।

আর প্রশিক্ষণ কর্মসূচিসহ সার্বিক কার্যক্রম সমন্বয়ে অধিদপ্তরকে সহযোগিতা দেবে এটুআই।

এ কার্যক্রমের ফলে ই-সেবা বাস্তবায়ন সম্পর্কে নাগরিকদের সচেতনতা বৃদ্ধি পাবে এবং সংশ্লিষ্টদের সক্ষমতা বাড়ানো সম্ভব হবে বলে এটুআই জানায়।

আল-আমীন দেওয়ান

*

*

আরও পড়ুন