![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বিশ্বজুড়ে ব্যক্তিগত কম্পিউটারের (পিসি) চাহিদা রেকর্ড পরিমাণ কমেছে।
২০১৫ সালের শেষ প্রান্তিকে আগের বছরের একই সময়ের তুলনায় বিশ্বজুড়ে ব্যক্তিগত কম্পিউটার (পিসি) সরবরাহ কমেছে ১০ দশমিক ৬ শতাংশ।
মার্কিন বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডাটা কর্পোরেশন (আইডিসি) এ তথ্য প্রকাশ করেছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে ২০১৫ সালের শেষ প্রান্তিকে বিশ্বজুড়ে ব্যক্তিগত কম্পিউটার (পিসি) সরবরাহ করা হয়েছে ৭১ দশমিক ৯ মিলয়ন ইউনিট।
এই হিসাবের মধ্যে বড়দিনের ছুটিতে বিক্রি হওয়া পিসির সংখ্যা অন্তর্র্ভূক্ত রয়েছে।
আইডিসি জানিয়েছে প্রতিষ্ঠানটি পিসি শিপমেন্ট শুরু করার পর থেকে বিশ্বজুড়ে এটাই সবচেয়ে কম পিসি বিক্রির রেকর্ড।
মার্কিন বাজার গবেষণা প্রতিষ্ঠানটির প্রকাশিত তালিকায় দেখা যায় একটানা ৫ প্রান্তিক ধরে বিশ্বজুড়ে পিসি সরবরাহ কমেছে।
আরেক বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টেনার জানিয়েছে তাদের হিসেবে ২০১৫ সালের শেষ প্রান্তিকে পিসি বিক্রি ৮ দশমিক ৩ শতাংশ কমেছে।
বিবিসি অবলম্বনে সৌমিক আহমেদ
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি