![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : অটোমোবাইল সম্পর্কিত ডোমেইন রেজিস্টার করেছে মার্কিন টেক জায়ান্ট প্রতিষ্ঠান অ্যাপল।
রেজিস্টার করা একাধিক ডোমেইনের নাম দেওয়া হয়েছে অ্যাপল ডট কার, অ্যাপল ডট কারস, অ্যাপল ডট অটো। ২০১৫ সালের ডিসেম্বরে এই তিনটি ডোমইনের রেজিস্ট্রেশন করেছে ক্যালিফোর্নিয়া ভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠানটি।
গত শুক্রবার ডোমেইন ইনফরমেশন প্রোভাইডার এ তথ্য প্রকাশ করেছে। আর এর মাধ্যমে অ্যাপলের স্বয়ংক্রিয় গাড়ি তৈরির বিষয়ে চলা গুঞ্জনের অবসান হলো।
মারসিডিস বেঞ্জ ও ফোর্ডের মতো শীর্ষ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের প্রায় ৫০ জন কর্মীকে আগ্রাসী হয়ে নিয়োগ দিয়েছিল অ্যাপল। সেসময় থেকেই গুঞ্জন উঠে কার ডেভলাপ করছে প্রতিষ্ঠানটি।
তবে কার ডেভলাপের বিষয়ে কখনোই কোন তথ্য গণমাধ্যমে প্রকাশ করেনি মার্কিন প্রতিষ্ঠানটি। অবশ্য নিজেদের উদ্ভাবনের বিষয়ে সব সময়ই নিরব থেকেছে অ্যাপল।
সার্চ জায়ান্ট গুগল স্বয়ংক্রিয় গাড়ি তৈরি শুরুর সিলিকন ভ্যালিতে এই খাতটি একটি অন্যতম খাতে পরিণত হয়েছে।
এর আগে বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে জানা গেছে গতানুগতিক প্রক্রিয়ার বাইরে এসে প্রযুক্তিনির্ভর গাড়ি তৈরি করছে অ্যাপল। যা স্বয়ংক্রিয় ও সফটওয়্যার নির্ভর।
এতে হাই-ডেফিনিশন ম্যাপিং, কার-শেয়ারিং আর ইলেকট্রিক কার রিচার্জিং সার্ভিসের মত উন্নত প্রযুক্তি যুক্ত করা হবে। শুধু তাই নয় জানা গেছে ২০১৯ সালের মধ্যেই বাজারে আসবে অ্যাপল কার।
টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে সৌমিক আহমেদ