এইচপির টাচ ডিসপ্লে সুবিধার দুই নোটবুক বাজারে

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দেশের বাজারে এইচপি ব্র্যান্ডের টাচ ডিসপ্লে সুবিধার দুটি নোটবুক আনল প্রযুক্তিপণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স।

এইচপি এনভি সিরিজের ষষ্ঠ প্রজন্মের নোটবুক দুটির পর্দার আকার ১৫.৬ ইঞ্চি। ১৩০টিএক্স ও ১৩২টিএক্স মডেলের উভয় নোটবুকেই রয়েছে ইন্টেল কোর আই-৭ প্রসেসর, ৮জিবি ডিডিআরথ্রি র্যা ম এবং এক টেরাবাইট হার্ডডিস্ক।

Computer Source introduced touch screen notebook

Techshohor Youtube

নোটবুক দুটির একটিতে ২ জিবি এবং অন্যটিতে রয়েছে ৪ জিবি ডেডিকেটেড গ্রাফিক্স। দুটি নোটবুকে ৬৪বিটের প্রফেশনাল হোমবেজড অরিজিনাল উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম ফ্যাক্টিরি বিল্ডইন থাকায় মাইক্রোসফটের সর্বশেষ অপারেটিং সিস্টেমের সকল সুবিধাই মিলবে বাড়তি খরচা ছাড়াই।

এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ এইচপি ১৩০টিএক্স ও ১৩২টিএক্স মডেলের এই দুই ল্যাপটপের মূল্য যথাক্রমে ৯২ হাজার টাকা এবং এক লাখ ১০ হাজার টাকা। ৩১ জানুয়ারি পর্যন্ত উভয় নোটবুকের সঙ্গেই ৭০০ টাকার গিফট ভাউচার পাবেন ক্রেতারা।

আহমেদ মনসুর

*

*

আরও পড়ুন