গিগাবাইটের নতুন মাদারবোর্ড আনল স্মার্ট টেকনোলজিস

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দেশের বাজারে গিগাবাইট জেড১৭০এক্স গেইমিং ৭ মডেলের মাদারবোর্ড এনেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ।

ইন্টেল থান্ডারবোল্ট ৩ সার্টিফায়েড এই মাদারবোর্ডে রয়েছে ডুয়াল চ্যানেল ডিডিআরফোর র্যা মের ৪টি স্লট, ইন্টেল ইউএসবি ৩.১ ইউএসবি টাইপ-সি ইউনিভার্সাল কানেক্টর, পিসিআইই স্লট মোড়ানো এক্সক্লুসিভ আল্ট্রা ডিউরেবল মেটাল শিল্ডসহ ৩ মুখী গ্রাফিক্স সাপোর্ট, ৩২ জিবি পার সেকেন্ড ডাটা ট্রান্সফার স্পীড, ইন্টিগ্রেটেড এইচডিএমআই ২.০ সাপোর্ট, ক্রিয়েটিভ সাউন্ডকোর থ্রিডি গেমিং অডিও, কিলার ই২৪০০ ও ইন্টেল গেইমিং নেটওয়ার্ক, মাল্টিকালার এলইডি ট্রেস পাথ, ক্লাউড স্টেশন ইউটিলিটি ও ইজিটিউন সম্পন্ন অ্যাপ সেন্টার এবং গিগাবাইট ডুয়াল বায়োস প্রযুক্তি।

Gigabyte Z170X Gaming 7Motherboard

Techshohor Youtube

৩ বছরের বিক্রয়োত্তর সেবাসহ পণ্যটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২২ হাজার টাকা।

আহমেদ মনসুর

*

*

আরও পড়ুন