![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : এইচপি ২৮০ জি১ এমটি মডেলের ব্র্যান্ড পিসি বাজারে নিয়ে এসেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।
ইন্টেল ফোর্থ জেনারেশন ৪১৭০ মডেলের কোর আই থ্রি প্রসেসর সমৃদ্ধ এই ব্রান্ড পিসিতে রয়েছে ইন্টেল ৮১ চিপসেট, ৪ জিবি ডিডিআরথ্রি র্যা ম, ৫০০ জিবি সাটা হার্ডড্রাইভ।
পিসিটিতে ডিভিডি রাইটার রয়েছে। এটির সঙ্গে মিলছে ১৮.৫ ইঞ্চি এইচপির মনিটর। এতে আরও রয়েছে এইচপি ইউএসবি কিবোর্ড, এইচপি ইউএসবি মাউস, ফ্রি ডস এবং প্যারালাল পোর্ট।
ডিভাইসটি দেশের বাজারে ৩ বছরের বিক্রয়োত্তর সেবাসহ ৩৮ হাজার টাকায় মিলবে।
আহমেদ মনসুর
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি