![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দেশের বাজারে এইচপির প্রো ডেস্ক ৪৯০ জি২ এমটু মডেলের পিসি এনেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ।
ইন্টেলের ৪র্থ প্রজন্মের ৪৫৯০ মডেলের কোর আই ফাইভ প্রসেসর সম্পন্ন এই পিসিতে রয়েছে ইন্টেল এইচ৯৭ চিপসেট, ৮ জিবি ১৬০০ মেগাহার্টজ ডিডিআরথ্রি র্যািম, ১ টেরাবাইট ৭২০০ আরপিএম সাটা হার্ডড্রাইভ, ডিভিডি রাইটার, ৪৬০০ মডেলের এইচডি গ্রাফিক্স কার্ড, ১৮.৫ ইঞ্চি এলইডি মনিটর, এইচপি ইউএসবি অপটিক্যাল মাউস, এইচপি ইউএসবি কিবোর্ড এবং ইন্টারনাল স্পিকার।
দেশের বাজারে ৩ বছরের বিক্রয়োত্তর সেবাসহ পিসিটি ৫১ হাজার টাকায় পাওয়া যাবে।
আহমেদ মনসুর
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি