![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বিপিও সামিটের ২০১৫ আসরে এবার যুক্ত হল এডিএন গ্রুপ। এ নিয়ে বাংলাদেশ এসোসিয়েশন অব কলসেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্য) এর সাথে এক চুক্তি করেছে প্রতিষ্ঠানটি।
৯ থেকে ১০ ডিসেম্বর রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে প্রথমবারের মতো বিপিও সামিট অনুষ্ঠিত হবে। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বাক্য যৌথভাবে এই সামিটের আয়োজন করছে।
চুক্তিসই অনুষ্ঠানে বাক্যের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি আহমেদুল হক ববি, সহ-সভাপতি ওয়াহিদ শরীফ, ফিন্যান্স সেক্রেটারি তানভির ইব্রাহিম ও পরিচালক তারজিরুল বাসার। এডিএন গ্রুপের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চীফ ফিন্যান্সিয়াল অফিসার মো. এনায়েত হোসেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রতিষ্ঠান দু’টির পক্ষ থেকে জানানো হয়, তথ্য প্রযুক্তি ক্ষেত্রে দেশকে এগিয়ে নেওয়ার জন্য সরকারে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। শুধু সরকারে একার পক্ষে দেশকে প্রযুক্তি ক্ষেত্রে এগিয়ে নেওয়া সম্ভব হবে না। এক্ষেত্রে সবার অংশগ্রহণ জরুরী।
আহমেদ মনসুর
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি