![]() |
হাসান যোবাযের, টেক শহর কনটেন্ট কাউন্সিলর :ইমেজ রিটাচ করার জন্য অনেক ধরনের টুলস রয়েছে ফটোশপে। যে টুলসগুলো অতি প্রয়োজনীয় সেগুলো নিয়ে এ টিউটোরিয়াল প্রজেক্টটি করা হয়েছে। কয়েক পর্বের ভিডিওগুলো দেখলে যে কেউ ছবি রিটাচ করতে পারবেন। ধারাবাহিকভাবে ইমেজ রিটাচ করার এটি শেষ পর্ব।
ধারাবাহিক এ বাংলা ভিডিও ফটোশপ টিউটোরিয়ালের এ পর্বে ছবিতে বিভিন্ন দাগ পরিস্কার করে কিভাবে প্রফেশনাল ইমেজ রিটাচ করা যায় সেটা নিয়ে আলোচনা করা হয়েছে।
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি