ফটোশপ সিএস ৬ : ইমেজ রিটাচ শেষ পর্ব

Image-retouching2-TechShohor

হাসান যোবাযের, টেক শহর কনটেন্ট কাউন্সিলর :ইমেজ রিটাচ করার জন্য অনেক ধরনের টুলস রয়েছে ফটোশপে। যে টুলসগুলো অতি প্রয়োজনীয় সেগুলো নিয়ে এ টিউটোরিয়াল প্রজেক্টটি করা হয়েছে। কয়েক পর্বের ভিডিওগুলো দেখলে যে কেউ ছবি রিটাচ করতে পারবেন। ধারাবাহিকভাবে ইমেজ রিটাচ করার এটি শেষ পর্ব।

ধারাবাহিক এ বাংলা ভিডিও ফটোশপ টিউটোরিয়ালের এ পর্বে ছবিতে বিভিন্ন দাগ পরিস্কার করে কিভাবে প্রফেশনাল ইমেজ রিটাচ করা যায় সেটা নিয়ে আলোচনা করা হয়েছে।

*

*

আরও পড়ুন