ডেলের নতুন মডেলের ল্যাপটপ বাজারে

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ডেল ইন্সপায়রন ৫৪৫৯ মডেলের নতুন ল্যাপটপ বাজারে এনেছে বাংলাদেশে পণ্যটির পরিবেশক স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।

ইন্টেল ৬৫০০ মডেলের ষষ্ঠ প্রজন্মের কোর আই সেভেন প্রসেসর রয়েছে ল্যাপটপটিতে। এছাড়াও এতে চার জিবি র্যা ম, এক টেরাবাইট হার্ডড্রাইভ, ডিভিডি রাইটার, ১৪ ইঞ্চি এইচডি ডিসপ্লে এবং আর৫ এম৩৩৫ মডেলের এএমডি রেডিয়ন গ্রাফিক্স কার্ড রয়েছে।

Dell laptop

Techshohor Youtube

এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ ল্যাপটপটির দাম পড়বে ৬৫ হাজার টাকা।

ইমরান হোসেন মিলন

*

*

আরও পড়ুন