![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কলসেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্য) সামিট উপলক্ষে রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে অ্যাক্টিভেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রোববার প্রাইভেট বিশ্ববিদ্যালয় দুটির ক্যাম্পাসে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
৯ ডিসেম্বর শুরু হচ্ছে দু’দিনের বিপিও সম্মেলন-২০১৫। দেশীয় ও আন্তর্জাতিক বাজারে বিজনেস প্রসেস আউটসোর্সিং বা বিপিও খাতের অবস্থানকে তুলে ধরতে রাজধানীর সোনারগাঁও হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে একাধিক অ্যাক্টিভেশন কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আয়োজনে প্রথম আলো পত্রিকার যুব কর্মসূচির সমন্বয়কারী মুনির হাসানের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়টির ক্যারিয়ার সার্ভিস অফিসার তাজ উদ্দিন, বাক্যের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মাদ আমিনুল হক, আমরা কোম্পানিজের জ্যেষ্ঠ নির্বাহী এ জে এম রাফকাত, বিক্রয় ডটকমের সহকারী ব্যবস্থাপক ইয়াসিন আরাফাতসহ অনেকে।
এদিকে, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের অ্যাক্টিভেশন কার্যক্রমে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য প্রফেসর ড. এম আর কবির, কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক আলেক কুমার শাহ, বাক্যের সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন, মিডিয়া সফট ডাটা সিস্টেমের ব্যবস্থাপনা পরিচালক গোপাল দেবনাথ, বিক্রয় ডটকমের সহকারী ব্যবস্থাপক (মার্কেটিং) মো. মাহবুব হাসান, আমরা টেকনোলজিসের সহযোগী ব্যবস্থাপক (মার্কেটিং) নাহিদ আহমেদসহ অনেকে।
আহমেদ মনসুর