Techno Header Top and Before feature image

এক বছরে মোদির ১০ লাখ টুইটার ফলোয়ার

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : মাইক্রো ব্লগিং সাইট টুইটারে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফলোয়ার সংখ্যা ১৬ মিলিয়ন ছাড়িয়েছে।

গত এক বছরে রেকর্ড সংখ্যক ফলোয়ার যুক্ত হয়েছে মোদির টুইটার অ্যাকাউন্টে। গত বছরের ২২ সেপ্টেম্বর এ সংখ্যা ছিল ১৫ মিলিয়ন। বর্তমানে তার ফলোয়ার সংখ্যা ১৬ দশমিক ১ মিলিয়ন।

Modi

ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে টুইটারে তার ফলোয়ার হয়েছে প্রায় ১২ মিলিয়ন। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে মোদি সব সময়ই সক্রিয়। সবসময় শুভেচ্ছা ও গুরুত্বপূর্ণ খবর জানান টুইটারের মাধ্যমে।

টুইটারের তথ্য অনুযায়ী, ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর থেকে পরের এক বছরে মোদির অ্যাকাউন্টে ৮ দশমিক ৮ মিলিয়ন ফলোয়ার যুক্ত হয়েছে।

টুইটারে ফলোয়ারের দিক থেকে ভারতীয়দের মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছেন মোদি।

ভারতীয়দের মধ্যে টুইটারে সবচেয়ে বেশি ১৭ দশমিক ৮ মিলিয়ন ফলোয়ার বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চনের। এর পরের অবস্থানেও আরেক বলিউড সুপারস্টার কিং খান শাহরুখ। তার ফলোয়ার সংখ্যা ১৬ দশমিক ২ মিলিয়ন।

টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে সৌমিক আহমেদ

*

*

আরও পড়ুন