![]() |
তুহিন মাহমুদ, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : কালের পরিক্রমায় এসেছে নতুন বছর। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে নতুন বছর। শুভেচ্ছা জানাচ্ছেন একে অপরকে। সেই তালিকায় বাদ যাননি তারকারা। সামাজিক যোগাযোগ সাইটে শুভেচ্ছা জানিয়েছেন ভক্তদের। কেউবা ছবি, কেউবা ভিডিও আবার কেউবা লিখে শুভেচ্ছা জানিয়েছেন। বিপরীতে ভক্তরাও তাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। ফেইসবুকে প্রকাশিত দেশি-বিদেশি মিডিয়া তারকাদের এসব শুভেচ্ছা এখানে তুলে ধরা হলো।
দ্রুত জনপ্রিয় হওয়া কন্ঠশিল্পী পড়শীর ফেইসবুকে পেইজে পড়শী লিখেছেন – “Wishing you all a very happy new year. Hope 2014 brings you progress, happiness, and the power to control all the negativeness of our own mind! Love you all!”
আরেক কন্ঠশিল্পী তপু লিখেছেন- “Happy New Year 2014 !! Love for all… Love you – Topu”
নববর্ষের একটি ভিডিওসহ বাপ্পা মজুমদার তার ফেইসবুকে পেইজে লিখেছেন- “**~~HAPPY NEW YEAR 2014**~~”
কন্ঠশিল্পী তাহসান অবশ্য একটু ভিন্নভাবে তার নতুন বছরের পরিকল্পনা তুলে ধরেছেন ও শুভেচ্ছা জানিয়েছেন ভক্তদের। তিনি লিখেছেন- “নতুন বছর এর রেজোলিউশন লিখে ফেলেছি। সবই ব্যক্তিগত, কিন্তু তিনটা আছে যা সেয়ার করা যাবেঃ
১. ২০১৪ সালের জুন মাসে আমার ব্যান্ড এর প্রথম সিডি প্রকাশ করব।
২. এই বছর তিনটা আন্তর্জাতিক মান এর মিউজিক ভিডিও বানাবো।
৩. এ বছর গত বছর থেকে আরো কম নাটক করব।
Happy New Year to you all. Love for all the Tahsanians
-Tahsan — feeling excited.
জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম লিখেছেন- “Happy New Year To Everyone…!!!…….”
কন্ঠশিল্পী অর্নব লিখেছেন- “Happy new year guys!! Love u all!! Thanx for all ur support n love!! U guys are the best!! This year is going to bring happiness n joy to all of you.. Yaay!”
অপর ব্যান্ডশিল্পী মাইলসের ফেইসবুক পেইজে লেখা হয়েছে- “Happy New Year!!! To All our amazing fans out there. Very best wishes!!”
দেশের মতোই বিদেশি তারকারাও শুভেচ্ছা জানিয়েছেন ভক্তদের। ফেইসবুকে জনপ্রিয় ভারতীয় শিল্পী এ আর রহমান লিখেছেন- “Wishing you all a very happy new year. Hope 2014 brings you progress, happiness, contentment and the power to control all the negativeness of our own mind! Love you all! GOD bless!”
ভিন্ন জগৎ থেকে বলিউডে সিনেমায় এসেই বাজিমাত করা অভিনেত্রী সানি লিওন ভিডিওর মাধ্যমে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া লিখেছেন- ‘Wishing you all a very Happy New Year… Here’s a special video only for you guys”।
বিশ্বনন্দিত শিল্পী আকন ছবি দিয়ে ও হ্যাপি নিউ ইয়ার লিখে শুভেচ্ছা জানিয়েছেন তার ভক্তদের। শ্রেয়া ঘোষাল লিখেছেন- “Happy 2014.. I hv a feeling its gonna be the best year of ur life. Start making it so already:):) bless u with power inspiration n courage..”
পপ তারকা জাস্টিন বিবার লিখেছেন- “What are u doing for New Years Eve? why not go see #BELIEVEMovie one more time before it leaves theaters?
নিজের ছবিসহ পিটবুল লিখেছেন- “Getting ready for the last night of 2013…what’s your resolution?”