![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সাইবার পরিসরে নিরাপদ বিচরণ নিশ্চিত করতে গ্রাহকদের জন্য নিরাপত্তা সফটওয়্যার ‘ট্রেন্ড মাইক্রো’ বাজারে এনেছে কম্পিউটার সোর্স।
সোমবার রাতে বিসিএস ইনোভেশন সেন্টারে সফটওয়্যারটি দেশের বাজারের জন্য অবমুক্ত করে প্রযুক্তিপণ্য পরিবেশক প্রতিষ্ঠানটি।
এ সময় উপস্থিত ছিলেন ট্রেন্ড মাইক্রো’র ন্যাশনাল সেলস ম্যানেজার আনন্দ শ্রিঙ্গি ও রিজিওনাল অ্যাকাউন্ট ম্যানেজার কাঞ্চন মল্লিক। স্ট্যান্ডআপ পারফর্মার সোলায়মান সুখনের উপস্থাপনায় সফটওয়্যার অবমুক্তকরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন কম্পিউটার সোর্স পরিচালক এইউ খান জুয়েল এবং আসিফ মাহমুদ।
স্বাগত বক্তব্যে কম্পিউটার সোর্স পরিচালক আসিফ মাহমুদ জানান, গ্রাহকদের সমস্যা ও চাহিদা অনুসন্ধানের মধ্য দিয়ে দেশের বাজারে ট্রেন্ড মাইক্রো আনা হয়েছে। সফটওয়্যারটি অনলাইন নিরাপত্তা কার্যকরী ভূমিকা রাখবে।
ট্রেন্ড মাইক্রো’র ন্যাশনাল সেলস ম্যানেজার আনন্দ শ্রিঙ্গি জানান, নিরাপত্তা হচ্ছে এক ধরনের মানসিক স্বস্তি। আর এই স্বস্তির জন্য দরকার হয় আগে থেকেই হুমকি মোকাবেলার সক্ষমতা।
আহমেদ মনসুর
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি