Techno Header Top and Before feature image

চেহারা দেখে ছবি শেয়ার করবে ফেইসবুক মেসেঞ্জার

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ছবি শেয়ারিং আরো দ্রূত ও সহজ করতে এবার ফেইসবুক মেসেঞ্জারে যুক্ত হয়েছে ফটো ম্যাজিক ফিচার।

নতুন এই ফিচারের মাধ্যমে ব্যববহারকারীর বন্ধুদের চেহারা দেখে চিহ্নিত করে ছবি শেয়ার করবে ফটো ম্যাজিক।

শীর্ষ সামাজিক যোগাযোগ সাইট ফেইসবুক এর মেসেঞ্জার বিভাগের প্রধান ডেভিড মার্কাস জানিয়েছেন ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি নিজেই ছবি থেকে শনাক্ত করবে কোন ছবি কার সঙ্গে শেয়ার করতে হবে। আলাদা করে সবাইকে ছবি শেয়ার করতে হবে না।

photo magic

এর ফলে ছবিতে থাকা কোন বন্ধুকে ভুলে শেয়ার না করার মতো ঘটনার আশঙ্কা থাকছে না।

আপাতত যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় নতুন এই সেবাটি চালু করা হয়েছে। ডেভিড মার্কাস জানিয়েছেন অল্প সময়ের মধ্যেই বিশ্বজুড়ে সেবাটি চালু করা হবে।

ফিচারটি গুগলের স্মার্টফোন অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য উদ্বোধন করা হলেও এ সপ্তাহের মধ্যেই আইফোন ব্যববহারকারীদের জন্য ফিচারটি উন্মুক্ত করা হবে।

ফেইসবুকের মেসেঞ্জারের ব্যবহারকারী মাসে ৭০০ মিলিয়ন। আর সাইটটিতে মাসে ফটো শেয়ার করা হয় সাড়ে ৯ বিলিয়নের বেশি।

দ্য ভার্জ অবলম্বনে সৌমিক আহমেদ

*

*

আরও পড়ুন