![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : মার্কিন যুক্তরাষ্ট্রের আর্থিক প্রতিষ্ঠানে চালানো ইতিহাসের সর্ববৃহৎ সাইবার হামলার ঘটনায় জড়িত থাকা চার ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন দেশটির সরকারী আইনজীবীরা। অভিযুক্তরা ২০১২ ও ২০১৫ সালের মধ্যে সাইবার হামলা চালিয়ে ১০০ মিলিয়ন মানুষের ব্যক্তিগত তথ্যে প্রবেশ করে।
জিপি মরগ্যান চ্যাজ, ডো জোনস ও ফেডালিটি ইনভেস্টমেন্টসের মতো প্রায় ১২ টি আর্থিক প্রতিষ্ঠানে এই চার সাইবার অপরাধী হামলা চালায়।
সরকারী আইনজীবীরা জানিয়েছেন, ওই চার সাইবার অপরাধীর মধ্যে দুইজন ইসরাইলের এবং দুইজন খোদ যুক্তরাষ্ট্রের। ইসরাইলের দুইজনের নাম হল গেরি শ্যালন ও জিভ অরেনস্ট্যাইন এবং যুক্তরাষ্ট্রের দুইজনের নাম হল জশুয়া সামুয়েল অ্যারেন ও অ্যান্টনি মার্গিও।
আইনজীবীদের পক্ষ জানানো হয়েছে, অ্যারেন পালিয়ে বেড়াচ্ছে। খুব সম্ভব তাকে মেক্সিকোতে পাওয়া যাবে। শ্যালন ও অরেনস্ট্যাইন ইসরাইলের কাস্টডিতে আছে। আর মার্গিওকে সম্প্রতি ফ্লোরিডায় গ্রেফতার করা হয়।
অপরাধীরা আর্থিক প্রতিষ্ঠান ছাড়াও বিভিন্ন প্রকাশক প্রতিষ্ঠান, অনলাইন শেয়ার ব্রোকার ও সফটওয়্যার ফার্মে হামলা চালায়।
ইকোনোমিকস টাইমস ও বিবিসি অবলম্বনে আহমেদ মনসুর
আরও পড়ুন: