ল্যাপটপ মেলায় স্মার্ট টেকনোলজিসের নানা অফার

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ‘এডুমেকার ল্যাপটপ মেলা-২০১৫’ উপলক্ষে বিভিন্ন পণ্যে উপহার ঘোষণা করেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ। এর মধ্যে এইচপি ল্যাপটপের সাথে নিশ্চিত পুরষ্কার হিসেবে মিলবে এইচপি মাউস অথবা হেডফোন। এছাড়া স্ক্র্যাচ কার্ড বিজয়ী হলে মিলবে ২০ হাজার টাকা পর্যন্ত মূল্যছাড়।

ডেল ল্যাপটপেও স্ক্যাচ কার্ড উপহারের পাশাপাশি থাকছে একটি টারগাস ল্যাপডেস্ক। এইচপি এবং ডেল উভয় ব্রান্ডের প্যাভিলিয়নেই ক্লিয়ারিং সেল বুথে নির্দিষ্ট কিছু মডেলে ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় থাকবে। অন্যদিকে, তোশিবা ও অ্যাপলের লাপটপে থাকছে যথাক্রমে সর্বোচ্চ ১২ হাজার ও ৫ হাজার টাকার নগদ মূল্যছাড়।

smart technology bd

Techshohor Youtube

টুইনমসের ট্যাবলেটে উপহার হিসেবে থাকছে পাওয়ার ব্যাংক ও হেডফোন। অ্যাভিরা ইন্টারনেট সিকিউরিটির সাথে উপহার হিসেবে থাকবে টারগাসের ল্যাপডেস্ক। এক্সট্রিমের স্পিকারগুলোতে থাকবে ২০ শতাংশ মূল্যছাড় এবং টারগাসের ল্যাপটপ এক্সেসরিজে থাকবে নগদ ২৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়।

আহমেদ মনসুর

*

*

আরও পড়ুন