ফটো কনটেস্ট বিজয়ীদের পুরস্কার দিল কম্পিউটার সোর্স

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ডিজিটাল ফ্রেমে ঈদের স্মৃতি তুলে ধরে পুরস্কার বুঝে নিলো ‘ইপসন ঈদ ফটো কনটেস্ট ২০১৫’ প্রতিযোগিতার শীর্ষ ১০ আলোকচিত্রী।

কম্পিউটার সোর্সের প্রধান কার্যালয়ে তিন পর্বে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিষ্ঠানটির পরিচালক শামসুল হুদা। মঙ্গলবার শেষ হয় বিজয়ীদের মধ্যে পুরস্কার হস্তান্তর পর্ব।

রোজার ঈদ উপলক্ষে আয়োজিত এই প্রতিযোগিতায় কম্পিউটার সোর্সের ফেইসবুক ফ্যান পেইজ থেকে লাইক, শেয়ার এবং বিচারকদের বিচারে নির্বাচিত ৫৫টি ছবির মধ্য থেকে সেরা ১০টি ছবির সৌখিন আলোকচিত্রীদের মধ্যে এ পুরস্কার দেয়া হয়।

Techshohor Youtube

Epson Photo contest Winner

পুরস্কার বিজয়ীরা হলেন জাকারিয়া ইনজামাম আকিব, ফারহানা ইকবাল অর্নি, এমডি মুমিন, মীর মাইনুল, ইমন রেজা, আরিফুর রহমান তনু, গাজী আরিফ, নয়ন ইসলাম, পলাশ আহমেদ ও আরিফুল ইসলাম।

বিজয়ীদের মধ্যে প্রথম দুই জনকে ইপসন প্রিন্টার, তৃতীয় জনকে একুস্টিক পোর্টেবল স্পিকার, চতুর্থ বিজয়ীকে ১ টেরাবাইট পোর্টেবল হার্ড ডিস্ক এবং বাকি ছয়জনকে একটি করে পাওয়ার ব্যাংক পুরস্কার দেয়া হয়।

আহমেদ মনসুর

*

*

আরও পড়ুন