Techno Header Top and Before feature image

স্যামসাংয়ের সুপার স্লিম ট্যাব

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : গ্যালাক্সি সিরিজের নতুন এক ট্যাব এনেছে দক্ষিণ কোরিয়ান প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। ‘গ্যালাক্সি ট্যাব এস ২’ নামের এই ডিভাইসের পুরুত্ব ৬ দশমিক ১ মিলিমিটার। এটি বিশ্বের স্লিম ট্যাবগুলোর মধ্যে অন্যতম বলে দাবী করছে স্যামসাং।

ডিভাইসটিতে সুপার অ্যামোলেড প্রযুক্তির ২০৪৮*১৫৩৬ পিক্সেল রেজ্যুলেশনের ৯ দশমিক ৭ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। এতে প্রসেসর হিসেবে এক্সিনোস অক্টা-কোর ৫৪৩৩ এবং অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ ব্যবহার করা হয়েছে।

৩জিবি র‍্যামের এই ট্যাবে ৩২জিবি ইন্টারনাল স্টোরেজ সুবিধা পাওয়া যাবে, যা মাইক্রোএসডি কার্ড দিয়ে ১২৮জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

galaxy tab s2

ট্যাবটিতে ভিডিও করা ও ছবি তোলার জন্য ৮ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা এবং ভিডিও চ্যাট ও সেলফি তোলার জন্য ২.১ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

৩৯২ গ্রাম ওজনের এই ডিভাইসে ৫৮৭০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা দীর্ঘ সময় ব্যাকআপ সুবিধা দেবে।

ভারতের বাজারে গ্যালাক্সি এস ২ এর দাম পড়বে ৩৯ হাজার ৪০০ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৬ হাজার ৫০০ টাকা।

দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস ও এনডিটিভি অবলম্বনে আহমেদ মনসুর

*

*

আরও পড়ুন