আসছে জুমলা ৪

তুসিন আহমেদ, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : জুমলার পরবর্তী আপডেট  ‘জুমলা ৪’ এর আলফা সংস্করণ আসছে আগামী ছয় মাসের মধ্যেই।

ভারতের বেঙ্গালুরে তিন দিনব্যাপী জুমলা ওয়ার্ল্ড কনফারেন্স এই ঘোষণা দেয়া হয়। জুমলা ডেভেলপারদের নিয়ে ৬ নভেম্বর শুরু হওয়া কনফারেন্সের পর্দা নামে রোববার সন্ধ্যায়। কনফারেন্সে প্রথমবারের মত সহযোগী পৃষ্ঠপোষক হয়েছে বাংলাদেশের প্রতিষ্ঠান জুমশেপার।

জুমলার পরবর্তী ওয়ার্ল্ড কনফারেন্স হবে কানাডাতে। ২০১৬ সালের ওই অায়োজনেও পৃষ্ঠপোষক থাকছে জুমশেপার। পাশাপাশি বাংলাদেশের আরেক  প্রতিষ্ঠান থিম এক্সপার্টও থাকবে পৃষ্ঠপোষক হিসেবে। ইতোমধ্যে এই বিষয়ে প্রতিষ্ঠান দুটি  চুক্তিবদ্ধ হয়েছে।

Techshohor Youtube

থিম এক্সপার্টের প্রতিষ্ঠাতা পারভেজ আখতার টেকশহরডটকমকে জানান, কনফারেন্সে এসে বেশ ভালো লাগছে। অনেক ডেভেলপারদের সাথে পরিচয় হয়েছে এবং অনেক বিষয় জানতে ও শিখতে পেরেছি।

12189022_880129048722838_7339654718174743073_n

তিন দিনব্যাপী কনফারেন্সের উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জুমলা পরিচালনাকারী প্রতিষ্ঠান ওপেন সোর্স মেটারসের সভাপতি সারাহ ওয়ার্টজ। এতে উপস্থিত ছিলেন গিটহাবের কমিউনিটি ব্যবস্থাপক জোনো বেকন, লিগো ফ্যাসিলেটর মার্কো রিলো, মজিলার অ্যাডভোকেট ও মেন্টর প্রিয়াংকা নাগ, জুমলা অ্যাভাঞ্জালিস্ট ও জুমলা লিডারশিপ দলের সদস্য টেসা মেরো ও  ক্রিয়েটিভ পরিচালক ব্র্যাড ফ্রস্টসহ আরও অনেক ডেভেলপাররা।

11215748_880129035389506_2516747277656301025_n

এবারের পৃষ্ঠপোষকতার বিষয়ে জুমশেপারের প্রধান নিবার্হী কাউছার আহমেদ টেকশহরডটকমকে জানান, তিন দিনব্যাপী আন্তর্জাতিক এই কনফারেন্সে জুমশেপারের প্যাভিলিয়ন ছিলো। কনফারেন্সের সময় প্যাভিলিয়নে আসা দর্শনার্থীদের মধ্য থেকে লটারি করে একজনকে ম্যাকবুক এয়ার উপহার দেয়া হয়, দুজনকে দেয়া হয় ট্যাবলেট। এছাড়া ৫৯ ডলারের জুমশেপারের টেম্পলেট ক্লাবে পারসোনাল প্ল্যান বিনামূল্যে দেয়া হয় ।

উল্লেখ্য, ২০১২ সাল থেকে প্রতি বছর বিভিন্ন দেশে জুমলার এই কনফারেন্স হয়। এতে বিশ্বের নানা দেশে থেকে ডেভেলপাররা অংশ নেন। জুমলা একটি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (সিএমএস)। সিস্টেমটিকে ব্যবহার করে সহজেই সম্পূর্ণ নিজস্ব একটি ডাইনামিক ওয়েবসাইট গড়ে তোলা যায়। বিশ্বের বেশ কিছু জনপ্রিয় সংস্থার ওয়েবসাইটে জুমলা ব্যবহার করছে।

 

 

 

*

*

আরও পড়ুন