![]() |
মোশাররফ রুবেল, অ্যাপ ডেভেলপার, অতিথি লেখক : একটি ভালো চাকরির খোঁজে কারও পেশাগত জীবনের পুরোটাই কেটে যায়। আবার অনেকে পেশাগত কাজে নেমে পড়ার শুরুতেই পেয়ে যান পছন্দের চাকরিটি। নিজের কাজ নিয়ে সন্তুষ্ট ও অসন্তুষ্ট হওয়ার আলোচনা চলে সব খানেই। সবারই চেষ্টা থাকে পছন্দের কাজটি করার। তবে সেটির সঙ্গে বেতন-বোনাস, প্রতিষ্ঠানের সুনাম, কাজের এলাকার মতো অনেক কিছু জড়িত বলে সব সময় সবার পক্ষে নিজের মনমতো চাকরি করা হয় না। অনেকটা অনিচ্ছা সত্ত্বেও চাকরি করে যান অনেকে।
চাকরি বিষয়ক জনপ্রিয় সাইট গ্লাসডোর ডটকম (GlassDoor.com) সম্প্রতি প্রযুক্তি খাতের ২৫ চাকরির তালিকা প্রকাশ করেছে। বিশ্বব্যাপী চাকরজীবীদের কাছে পছন্দের ও সন্তুষ্টিরভিত্তিতে জনপ্রিয় কাজের এ তালিকা করা হয়েছে। পেশাগত জীবনের সঙ্গে কাজের পরিবেশ ব্যক্তিগত জীবন ও সন্তুষ্টির বিচারে এ তালিকা করা হয়েছে।
আশ্চার্যজনকভাবে সবচেয়ে উপরে উঠে এসেছে ‘ডাটা সায়েন্টিস্ট’- এর চাকরি। ওয়ার্কলাইফ ব্যালেন্স হিসাব করা হয়েছে ৫ পয়েন্ট ধরে। কেউ ৫-এ ৩ দিলে সেটা ওকে হিসেবে ধরা হয়েছে। ৫-এ ৫ পয়েন্টকে ধরা হয়েছে খুবই সন্তোষজনক।
টেকশহর ডটকম পাঠকদের জন্য এখানে শীর্ষ ১০ চাকরির তালিকা তুলে ধরা হলো।
১/ ডাটা সায়েনটিস্ট
ওয়ার্কলাইফ ব্যালেন্স : ৪.২
বেতন : ১,১৪,৮০৮ ডলার
জব অ্যানালাইসিস : ১,৩১৫
২/ এসইও ম্যানেজার
ওয়ার্কলাইফ ব্যালেন্স : ৪.১
বেতন : ৪৫,৭২০ ডলার
জব অ্যানালাইসিস : ৩৩৮
৩/ ট্যালেন্ট একুইজেশন স্পেশালিস্ট
ওয়ার্কলাইফ ব্যালেন্স : ৪
বেতন : ৬৩,৫০৪ ডলার
জব অ্যানালাইসিস : ১,১৭১
৪/ সোশিয়াল মিডিয়া ম্যানেজার
ওয়ার্কলাইফ ব্যালেন্স : ৪
বেতন : ৪০,০০০ ডলার
জব অ্যানালাইসিস : ৬৬১
৫/ সাবস্টিটিউট শিক্ষক
ওয়ার্কলাইফ ব্যালেন্স : ৩.৯
বেতন : ২৪,৩৮০ ডলার
জব অ্যানালাইসিস : ৫৯০
৬/ নিয়োগ কোঅর্ডিনেটর
ওয়ার্কলাইফ ব্যালেন্স : ৩.৯
বেতন : ৪৪,৭০০ ডলার
জব অ্যানালাইসিস : ৪৪৬
৭/ ইউএক্স ডিজাইনার
ওয়ার্কলাইফ ব্যালেন্স : ৩.৯
বেতন : ৯১,৪৪০ ডলার
জব অ্যানালাইসিস : ৩৩৮
৮/ ডিজিটাল মার্কেটিং ম্যানেজার
ওয়ার্কলাইফ ব্যালেন্স : ৩.৯
বেতন : ৭০,০৫২ ডলার
জব অ্যানালাইসিস : ৬৪০
৯/ মার্কেটিং অ্যাসিস্টেন্ট
ওয়ার্কলাইফ ব্যালেন্স : ৩.৮
স্যালারিঃ ৩২,৫১২ ডলার
জব অ্যানালাইসিস : ৩৮৪
১০/ ওয়েব ডেভেলপার
ওয়ার্কলাইফ ব্যালেন্স : ৩.৮
বেতন : ৬৬,০৪০ ডলার
জব অ্যানালাইসিস : ২১১২